জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় করোনা সংক্রমণে শ্বাসকষ্ট জনিত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে গঠন করা হয়েছে শেখ রাসেল ব্রিগেড।
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে পাঁচবিবির নিজ বাসভবনে বৃহষ্পতিবার সকালে ”শেখ রাসেল ব্রিগেড” এর উদ্বোধন করেন। পাঁচবিবি সরকারি এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা এমপি সামছুল আলম দুদুর সহধর্মিনী মেহের নিগার শিউলির সার্বিক ব্যবস্থাপনায় ও তত্বাবধানে ওই শেখ রাসেল ব্রিগেড তাদের দায়িত্ব পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রাজা চৌধুরী, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সহ সভাপতি মহির উদ্দিন ম্ডল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পাঁচবিবি পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক, জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু প্রমূখ।
পাঁচবিবি পৌরসভাসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে করোনা আক্রান্ত বিশেষ করে শ্বাসকষ্ট সমস্যা দেখা দেওয়া রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হবে বলে জানান, ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পাঁচবিবি সরকারি এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মেহের নিগার শিউলি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।