নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজারে ৮ দোকানে ডাকাতি হয়েছে। এ সময় বাজারের ৫ নৈশ প্রহরীকে বেধে ১২ দোনের তালা ভেঙ্গেছে ডাকাত দল। ডাকাতিকালে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ঘটনা সত্যতা স্বীকার করেছেন কালীগঞ্জ থানার ওসি।
ঘটনাস্থল পরিদর্শণ করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কেএম জহিরুল ইসলাম ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ১৪/১৫ জনের একদল ডাকাত উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজারে পিকআপ নিয়ে হানা দেয়। এ সময় বাজারের ৫ নৈশ প্রহরীকে একে একে বেঁধে ফেলে। এ সময় ওই বাজারের আওলাদ ও আজিমউদ্দীনের মোবাইলের দোকান, সুভাস ও কৃষ্ণ বণিক স্বর্ণকার, তারা মিয়া, জামাণ ভূঁইয়া ও আরিফ হার্ডওয়্যার, আজগরের কাপড়ের দোকান, পারভেজ, কাউছার ও মাসুদের মুদি দোকন, শরীফের ওয়ালটন শো রুমসহ ১২টি দোকানের তালা ভাঙ্গে ডাকাত দল। পরে তালা ভাঙ্গা দোকানের ৮টি দোকান থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় দুই লাখ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় প্রায় আনুমানিক ৬/৭ লক্ষ টাকার মূল্যের মালামাল লুট ক্ষতি হয়।
সূত্র আরো জানায়, বাজারটি শীতলক্ষ্যা তীরবর্তী হওয়ায় এমনিতেই ডাকাতির আশঙ্কা বেশি। বিষয়টি মাথায় রেখেই বাজারে পাহাড়ার ব্যবস্থা ছিল তারপর ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ১৪/১৫ জনের এক ডাকাত উপজেলার সীমান্তবর্তী এলাকার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজারে প্রবেশ করে ওই বাজারের ৮টি দোকানের বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মালামালসহ আনুমানিক প্রায় ৬/৭ লক্ষ টাকা মূল্যের মালামাল লুট হয়। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ না আসলেও ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে এবং আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যহত রেখেছি। খুব দ্রæতই একটা ফলাফল দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।