
স্পোর্টস ডেস্ক: করোনা পরবর্তী সময়ে কোণঠাসা সূচির চাপ কমাতে পাঁচ ফুটবলার বদলির নিয়ম এসেছে ফুটবলে। তবে এর সুফল নিয়ে সন্দিহান বার্সেলোনার প্রধান কোচ কিকে সেতিয়েন।
সম্প্রতি এক সাক্ষাতকারে অনুশীলনের জন্য অপর্যাপ্ত সময় নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন কোচ সেতিয়েন। পাঁচ বদলির নিয়মের সুফলটা বার্সেলোনা নিজেদের খেলার ধরনের কারণেই ভোগ করতে পারবে না বলে মনে করেন তিনি।
সেতিয়েন বলেন, আমরা অনেক সময়ই ম্যাচের শেষ দিকে ফল অনুকূলে নিয়ে আসি। বেশি বদলি খেলোয়াড় নামানোর সুযোগ দেওয়া হলে শেষ দিকে প্রতিপক্ষের ক্লান্তির সুযোগটা কম নিতে পারব আমরা।
তিনি আরও বলেন, কোনও কোনও সময় হয়তো সেটা আমাদের অনুকূলেও আসতে পারে তবে সেটা কেমন মাত্রায় আসবে তা সময়ই বলে দেবে।
গেল মার্চ থেকে স্প্যানিশ লিগ লা লিগা স্থগিত থাকার পর গত মে মাস থেকে আবারও অনুশীলনে ফিরেছে সেতিয়েনের শিষ্যরা। তবে অনুশীলনের সময়ের স্বল্পতা নিয়ে কিছুটা আফসোস তিনি।
সেতিয়েন বলেন, গ্রুপ অনুশীলনে আরও সময় পাব ভেবেছিলাম, তা হলো না। সবাইকে এক সঙ্গে নিয়ে যে ভিডিও বিশ্লেষণ দেখব তাও তো হলো না! মাত্র দুই সপ্তাহ বাকি লা লিগা ফেরার। আরও সময় পাওয়ার ক্ষেত্রে আশাবাদী ছিলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



