জুমবাংলা ডেস্ক : পাওনাদারকে টাকা দিতে হবে না- এই শর্তে ঋণ গ্রহীতার কাছ থেকে সুবিধা নিয়ে পাওনাদারকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন জহিরুল ইসলাম। পরে ঘটনা প্রকাশ হলে পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা তাকে ধাওয়া দেয়। এ সময় ঘটনাস্থল থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পরেনি।
বৃহস্পতিবার রাতে পাওনাদার মাছ ব্যবসায়ী বাদী হয়ে জহিরুল ইসলাম ও ঋণ গ্রহীতা জামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।