জুমবাংলা ডেস্ক: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘জমি সংক্রান্ত ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নিয়ে অনেক সমস্যা হচ্ছে, এই আইনের অপব্যবহার অনেকেই করছেন, যে কারণে সাধারণের জন্য তা সম্পূর্ণ বন্ধ করা হবে। দিনদিন জায়গার দাম যত বাড়ছে, মানুষের লোভ-লালসাও তত বাড়ছে।’
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় বিদেশ থেকে দূতাবাসের মাধ্যমে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ জারি রাখার কথাও বলেন ভূমিমন্ত্রী।
অনলাইন ও প্রথাগতভাবে ভূমি উন্নয়ন কর নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সকল ডাটা অনলাইনে আপলোড হয়ে গেলে ম্যানুয়ালি না নেয়ার নির্দেশনা জারি করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ এটি করা সম্ভব হবে বলে আশা করছি।
সরকার মাঠ পর্যায়ে ক্ষমতা কমানোর চিন্তা করছে জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, জবাবদিহিতার বেলায় অনেকে এখনো স্বেচ্ছাচারিতা করছে, ইচ্ছা মতো হয়রানি করছে। বিভিন্ন পর্যায়ে তাদের বিবেচনামূলক ক্ষমতা কমানো হবে। এতে কঠোর জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হবে।
দেশের সর্বশেষ সার্ভে হিসেবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে, বিডিএস থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, বরগুনা ও পটুয়াখালীতে পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু হবে।
ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে ছবি সংগ্রহ করে এই সার্ভে করা হবে। এটি সফল হলে সারা দেশের রেপ্লিকা করব। এটি করা গেলে আর কোনো সার্ভের প্রয়োজন হবে না, প্রজন্ম থেকে প্রজন্ম চলবে এই সার্ভে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel