জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় সড়ক থেকে উদ্ধার হওয়া লাশটি টিভি অভিনেত্রী আশা চৌধুরীর বলে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার দিনগত রাতে দেড়টার দিকে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন আশা। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।