আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে ভারতের সেনাবাহিনী ১০ দিনের কম সময়ে প্রতিবেশীকে ধুলার সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম বলে হুঙ্কার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
মঙ্গলবার ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন মোদী৷ বলেন, ‘‘পাকিস্তান আগেই আমাদের সঙ্গে তিনটি যুদ্ধ হেরেছে৷ আবার যুদ্ধ হলে আমাদের সেনাবাহিনী তাদের পরাজিত করতে সাত থেকে ১০ দিনের বেশি সময় নেবে না৷”
গত কয়েক সপ্তাহ ধরে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে জুড়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে৷ তার সঙ্গে দেশের অর্থনীতিতে মন্দাভাব নিয়ে বেশ চাপে আছেন মোদী৷
আগামী মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন৷ দেশের বর্তমান পরিস্থিতে দিল্লির নির্বাচনে মোদীর দল বিজেপিকে বড় পরীক্ষা দিতে হবে৷ এনসিসির এই অনুষ্ঠান দিয়েই দিল্লির ভোটে দলের হয়ে প্রচার শুরু করলেন মোদী৷
‘‘কিন্তু আজ তরুণরা চিন্তা-ভাবনায় অগ্রসর হয়েছে৷ তাই তারা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে সন্ত্রাসীদের ভূমিতেই তাদের শিক্ষা দিয়ে আসছে৷”
মঙ্গলবারের অনুষ্ঠানে এনসিসির মেরুন রঙের বেসবল ক্যাপ পরে ভাষণ দেন মোদী৷
ভারতকে যেভাবে চাপে রাখছে পাকিস্তান-
কূটনৈতিক সম্পর্কে টান :
ভারতের রাজ্য জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেবার প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে বদল এনেছে৷ বাণিজ্যনীতিতে বদলের পাশাপাশি পাকিস্তানী কূটনীতিতে ভারতের মর্যাদা আগের চেয়ে কমানো হয়েছে৷
কূটনীতিককে ফেরত পাঠানো :
কূটনৈতিক সম্পর্কে বদল আনার প্রথম ধাপে পাকিস্তানে ভারতের হাইকমিশনারকে ফেরত পাঠানো হচ্ছে৷ শুধু তাই নয়, দিল্লী থেকে ফিরিয়ে নেয়া হচ্ছে পাক হাইকমিশনারকেও৷
বাণিজ্যে টান :
বুধবার পাকিস্তানের নিরাপত্তা পরিষদ প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠকে বসে৷ কাশ্মীরের মর্যাদা বদলের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় তারা৷
বন্ধ সমঝোতা :
কাশ্মীর ইস্যুকে ঘিরে পাক কর্তৃপক্ষ জানিয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে লাহোর-দিল্লী রুটের ট্রেন সমঝোতা এক্সপ্রেস৷ এর উত্তরে রোববার ভারতের পক্ষে জানানো হয় যে, ভারত থেকে পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেসও বন্ধ থাকবে৷
বাস চলাচলও বন্ধ :
সমঝোতা এক্সপ্রেসের চলাচল বন্ধ ঘোষণার পরই পাকিস্তান টুরিজম ডেভেলাপমেন্ট কর্পোরেশন জানিয়েছে, লাহোর-দিল্লী-লাহোর রুটের সব বাস চলাচলও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে৷ অন্যদিকে, দিল্লী ট্রান্সপোর্ট কর্পোরেশন জানায়, সোমবার থেকে ভারত থেকে পাকিস্তানগামী সব বাস বাতিল করছে তারা৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।