পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে প্রেমে মজেছেন আমিশা!

পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে প্রেমে মজেছেন আমিশা!

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের (Imran Abbas) সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel)।

পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে প্রেমে মজেছেন আমিশা!

জানা গেছে, আমিশা ও ইমরান দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সেখানেই মরানের সঙ্গে তার প্রথম পরিচয়। তখন তারা মজার ছলে ‘দিল ম্যায় দার্দ সা জাগা হ্যায়’ গানের সাথে একটি ভিডিও রেকর্ড করেন। আমিশা সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে সামাজিকমাধ্যমে।

আমিশা প্যাটেল বলেন, তিনি ওই গুজবের বিষয়ে শুনেছেন। ইমরান আব্বাসের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনের কথা শুনে শুধু হেসেছেন। এই বিষয়গুলি জল্পনা এবং মজা ছাড়া আর কিছু নয়। পুরনো বন্ধুর সঙ্গে তাঁর বহু বছর পর দেখা হলো। আর সেই কারণেই ইমরান আব্বাসের সঙ্গে ভিডিও তিনি শেয়ার করেছেন বলে জানান ‘কহো না প্যার হ্যায়’ নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

আমিশা প্যাটেলের ভিডিওর নীচে ইমরান আব্বাসকে মন্তব্য করতে দেখা যায়।

গলায় মাছের কাঁটা বিঁধলে এই নিয়মে দূর হবে মুহূর্তের মধ্যে