পাকিস্তানি কুইনকে দেখা যাবে নেটফ্লিক্স সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এ

মেহউইশ হায়াত

শিল্পের আসলে কোনো নির্দিষ্ট গণ্ডি বা ভাষা নেই। ঠিক তেমনি নেই ফ্যাশনেরও। আর এখন এই বিশ্বায়নের যুগে সব দেশ, ভাষা ও সংস্কৃতির প্রতিভাবান শিল্পী ও পারফর্মাররা খুব সহজেই বিশ্বজুড়ে নজর কাড়তে পারেন।

মেহউইশ হায়াত

পাকিস্তানের বক্স অফিস কুইন বলা হয় অত্যন্ত স্টাইলিশ অভিনেত্রী মেহউইশ হায়াতকে। পর পর পাঁচটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। আর টেলিভিশন ধারাবাহিকের কল্যাণে দুনিয়াজুড়েই ভক্ত রয়েছে তাঁর।

মেহউইশ

মেহউইশের ফ্যাশনেবল লুক সবসময় মুগ্ধ করে ভক্তদের। এখন এই অভিনেত্রীকে দেখা যাবে নেটফ্লিক্স মাতানো সিরিজ এমিলি ইন প্যারিসে। ইন্সটাগ্রামের পোস্টে এই সিরিজের অন্যতম মূল অভিনেতা লুকাস ব্রাভোর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি।

মেহউইশ

জানা যাচ্ছে, একটি বিশেষ চরিত্রে ক্যামিও করবেন মেহউইশ এখানে। এবারে চলুন এই পাকিস্তানি সুন্দরীর কিছু ফ্যাশনেবল লুকে দেখে আসি ইন্সটাগ্রাম ঘুরে। তবে এই ক্রিমরঙা রোবের সঙ্গে কালো গ্লাভসের মতো নিরীক্ষাধর্মী লুকে জুড়ি নেই এই পাকিস্তানি ফ্যাশনিস্তার।