জুমবাংলা ডেস্ক : পাকিস্তানের সঙ্গে আকাশযুদ্ধের সময় নিজেদের একটি হেলিকপ্টার চিনতে ভুল করেছিল ভারতীয় বিমানবাহিনী। তাই গুলি করে নিজেদের হেলিকপ্টারই ভূপাতিত করেছিল তারা।
গত ফেব্রুয়ারিতে কাশ্মীরে সংগঠিত ঘটনাটির কথা কিছুদিন আগে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনী স্বীকার করার পর এবার এই ঘটনাকে একটি বড় ভুল বলে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, পাকিস্তানের সঙ্গে সেই সময় যেভাবে সামরিক সংঘর্ষ চলছিল তাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই সময়েই ভুল করে ওই বিমানটিকে গুলি করা হয়। ভূপৃষ্ঠ থেকে আকাশে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই কাশ্মীর উপত্যকার বুদগামে সেটি নামানো হয়েছিল
এ ঘটনায় হেলিকপ্টারের ছয় আরোহী নিহত হয়েছেন বলেও দেশটি স্বীকার করেছে।
এক প্রশ্নের জবাবে বুধবার লোকসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন, শ্রীনগরের নিকটবর্তী এলওসি-তে পাকিস্তান বিমানবাহিনীর প্রতিকূল পদক্ষেপের কারণে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনই ভুলক্রমে ওই ঘটনা ঘটে যায়।
এ ঘটনায় তদন্ত শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দোষী সাব্যস্তও করা হয়েছে বলেও জানান তিনি।
গত মাসে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার ভাদুরিয়া এ ঘটনার কথা স্বীকার করে বলেছিলেন, একটি বিচারিক তদন্ত শেষ হয়েছে। এটা আমাদের ভুল ছিল যে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাতেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছিল।
সাংবাদিকদের তিনি বলেন, ভবিষ্যতে এমন কোনো ভুল হবে না বলে নিশ্চিত করছি।
প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আকাশযুদ্ধের সময় ২৭ ফেব্রুয়ারি ভারতের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছিল। গত কয়েক বছরের প্রথমবারের মতো পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এটা ছিল কোনো বড় লড়াই।
এর একদিন আগে পাকিস্তানের বালাকোট শহরের বাইরে জইশ-ই-মোহাম্মদের একটি সন্ত্রাসী ক্যাম্পে বোমা হামলা চালায় ভারতীয় বিমান।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের স্থানীয় এক তরুণের আত্মঘাতী বোমা হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হন।
তবে ভারতীয় সামরিক বাহিনী তখন বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানায়নি। যদিও গণমাধ্যমের খবরে সেটিকে নিজেদের বিমানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা বলে প্রতিবেদন প্রকাশ করেছিল।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.