বিনোদন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে জড়িয়ে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে নিয়ে আবারো নতুন বিতর্ক শুরু হয়েছে। ২০০৮ সালে প্রেসিডেন্ট থাকাকালীন তার বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পারর্ফম করার জন্য আসিফ আলি জারদারি নাকি ঐশ্বরিয়াকে ১০ কোটি টাকা দিয়েছিলেন। সূত্রঃ আনন্দবাজার পত্রিকা
সম্প্রতি এমন দাবি করেছেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ। ওই ‘ঘটনা’র সময় পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চ্যাট শো করতেন মাসুদ। এ দেশের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের দাবি, ওই চ্যাট শোয়ে এ কথা বলেছেন তিনি।
জারদারির একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তিনি জানতে পারেন যে পাক প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে এক রাতে নৃত্য পরিবেশনা করেন ঐশ্বরিয়া রায়। সে জন্যই নাকি তাকে ১০ কোটি টাকা দেন জারদারি।
যদিও এর প্রমাণ উপস্থাপন করতে পারেননি মাসুদ। তবে শোনা যায়, গোটা বিতর্কে মুখ না খুললেও তাতে আহত হয়েছেন ঐশ্বরিয়া। নিজের দাবি সত্ত্বেও এ নিয়ে কোনও প্রমাণ পেশ করতে পারেননি মাসুদ।
ওই ‘তথাকথিত অনুষ্ঠান’-এর কোনও ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর নাম বলতে পারেননি তিনি। তবে চ্যাট শো-এ মাসুদ যে এ কথা করেছেন, তার ভিডিও নিজেদের জিম্মায় রয়েছে বলে দাবি ভারতীয় সংবাদমাধ্যমের।
যেভাবে তামিল সুপারস্টার ধানুশের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম-বিয়ে-বিচ্ছেদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।