Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত পাকিস্তানের জনজীবন। অতি বৃষ্টিতে বাড়ি ধসে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, প্রাণহানি ছাড়াও বৃষ্টিপাত সৃষ্ট পরিস্থিতির কারণে আহত হয়েছে আরও ২৬ জন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং ডেরা ইসমাইল খান, হাজারা ও মালাকান্দ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চারটি বাড়ি পুরোপুরি ধসে গেছে এবং ২১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।