আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি।
বুধবারের (৭ মে) এ হামলার বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ‘লজ্জাজনক’ হিসেবে বর্ণনা করেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা লজ্জাজনক (ইটস আ শেম)।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন ওভাল অফিসে ঢুকছিলাম, তখনই এই খবর পেলাম। আমি শুধু আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে।’
ভারত জানিয়েছে, বুধবার পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানো হয়েছে। এসব জায়গা থেকে ভারতের ওপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে দাবি তাদের।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার জানিয়েছেন, ভারতের হামলায় এখন পর্যন্ত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। সবচেয়ে বেশি প্রাণহানি আহমেদপুর শহরে হয়েছে বলে জানান তিনি।
গত মাসে ভারতীয় কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর নৃশংস হামলায় ২৬ জন নিহত হন। এরপর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় ভারত হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারত কাশ্মীরে জঙ্গী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের ঘোষণা দেয়। তবে পাকিস্তান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা অভিযোগ করে, ভারতের পক্ষ থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা করা হচ্ছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তানি বাহিনী ভারতীয় ‘আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে’।
‘প্রাথমিক তথ্য অনুযায়ী, পাকিস্তান বিমানবাহিনী দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে,’ বলেছে গণমাধ্যমটি।
নিরাপত্তাজনিত কারণে বহু ফ্লাইট বাতিল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা ভারতে
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি—পাকিস্তান সুবিধাজনক সময় ও স্থানে এর কঠোর জবাব দেবে। এই জঘন্য উসকানির কোনো জবাব না দিয়ে আমরা থাকব না।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.