আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতে ২১ জন মারা গেছেন। তারা সবাই সড়কে গাড়ির মধ্যে আটকে পড়ে মারা গেছেন বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। খবর বিবিসি বাংলার।
স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ সদস্য, তার স্ত্রী এবং তাদের ছয় সন্তান এবং আরেকটি পরিবারের পাঁচজনের সদস্য রয়েছেন।
পাহাড় চূড়ার শহর মুরিতে শীতকালীন তুষারপাত দেখতে আসা বিপুল সংখ্যক পর্যটকের আগমনে সেখানকার সড়কে প্রায় এক হাজারের মত যানবাহন আটকা পড়ে। দেশটির সামরিক বাহিনী রাস্তা থেকে বরফ সরানো এবং আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।