পাকিস্তানের থিয়েটার জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল করাচির থিয়েটার গ্রুপ ‘মউজ’। হিন্দু ধর্মীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর মঞ্চ নাটক উপস্থাপন করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এই দল। এই সাহসী এবং সৃজনশীল প্রয়াস দর্শক ও সমালোচকদের কাছ থেকে কুড়িয়েছে ব্যাপক প্রশংসা।
বলা বাহুল্য, পাকিস্তানে এমন ব্যতিক্রমী আয়োজনকে সাহসী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে ভারত-পাকিস্তান এই দুই দেশের মাঝে রাজনৈতিক, ধর্মীয় টানাপোড়েন থাকলেও থিয়েটার ও শিল্পের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়া সম্ভব—এই বিশ্বাসকে আরও জোরদার করল এই মঞ্চ নাটক।
জানা গেছে, নাটকে রাম, সীতা, লক্ষ্মণ, রাবণসহ অন্যান্য চরিত্রগুলিকে অত্যন্ত যত্ন সহকারে ও গভীর অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে নিমেষেই।
নাটকটির উদ্দেশ্য যে শুধুই শিল্পচর্চা নয়, তা স্পষ্ট করেই জানিয়েছেন নাট্যদলের সদস্য ও পরিচালকরা। তাদের মত, মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান গড়ে তোলাই ছিল লক্ষ্য।
পরিচালক ইয়োহেশ্বর কারেরা বলেন, ‘আমার কখনোই মনে হয়নি যে, এখানে রামায়ণ করলে লোকে তা পছন্দ করবে না বা আমাকে হুমকি দেওয়া হবে। বাইরে পাকিস্তানকে অসহনশীল দেশ হিসেবে দেখানো হয়। আমার এটাই দেখানোর ছিল যে, পাকিস্তান অনেক বেশি সহনশীল একটি রাষ্ট্র।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।