স্পোর্টস ডেস্ক: একটু একটু করে উত্তপ্ত হচ্ছে কথার লড়াই। পাল্টা জবাব দেয়ার খেলায় কেউ কারও চেয়ে কম নন। সোশ্যাল মিডিয়ায় সেটা বুঝিয়ে দিচ্ছেন, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা এবং বর্তমান অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।
কিছুদিন আগে রমিজ জানান, এখনকার দুই সিনিয়র পাক ক্রিকেটার শোয়েব ও মোহাম্মদ হাফিজের সসম্মানে অবসর নেয়া উচিত। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় উভয়ই জুতসই নয় বলে মন্তব্য করেন তিনি।
৫৫ বছর বয়সী ক্রিকেট ব্যক্তিত্বের ভাষ্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নজরে পড়লেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি হাফিজ। তবে চুপ থাকেননি শোয়েব। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি তিনি।
পাল্টা জবাব দেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। টুইটারে এক পোস্টে শোয়েব লেখেন, হ্যাঁ রমিজ ভাই, আপনার সঙ্গে আমি একমত। আমাদের তিনজনেরই ক্যারিয়ার প্রায় অন্তিমলগ্নে। তাই চলুন সবাই একসঙ্গে গৌরবের সহিত বিদায় নিই। ২০২২ সালে ক্রিকেটকে বাই বাই টা টা’র পরিকল্পনা করা যাক?
মালিকের সরাসরি এমন আক্রমণ ভালো চোখে দেখেননি রমিজ। পরে টুইটবার্তায় শোয়েব ও হাফিজকে উদ্দেশ্য করে তিনি লেখেন, গর্বের সঙ্গে তোমাদের অবসরের কথা কেন বলা হয়েছে? পাকিস্তান ক্রিকেট নিয়ে আমার চিন্তা-ভাবনার কথা জানানো থেকে? স্বদেশের ক্রিকেটে আমার নাক গলানো থেকে? পাক ক্রিকেটকে আবার সগৌরবে ফিরতে দেখার ইচ্ছা থেকে?
রমিজ বলেন, কিন্তু কোনো সম্ভাবনা নেই। মালিক সাহেব, এসব কথা বলা থেকে কখনও পিছপা হব না। তবে তোমার অবসরোত্তর জীবনের ছক বা চিত্রের কথা বলি-২০২২ সালে ধারাভাষ্য শুরু করাও কঠিন হবে। কারণ তখন তুমি আমার বয়সের হয়ে যাবে।
টুইটের শেষে তিনি আরও লেখেন, যদি ক্যারিয়ারের কথা বলো, তাহলে তোমাদের কাছ থেকে শিক্ষা নেয়ার প্রয়োজন নেই। ইতিহাস আমাদের যথাযথ শিক্ষা দেয়। তোমাকে বলতে চাই, যখন অবসর নিয়েছিলাম; আমিই ছিলাম মেন ইন গ্রিনদের ক্যাপ্টেন।
রমিজের ইঙ্গিত স্পষ্ট, অহেতুক দলে জায়গা আঁকড়ে পড়ে থাকতে চাননি তিনি। তাই অধিনায়ক থাকা অবস্থায়তেই জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেভাবেই বর্তমান পাক দলের সঙ্গে ‘বেমানান’ শোয়েব-হাফিজকে রিটায়ারমেন্টে যেতে বলছেন জাঁদরেল ধারাভাষ্যকার। কিন্তু কে শুনে কার কথা! ফলে কথার লড়াই চলছেই।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।