স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। নিরাপত্তার সবুজ সংকেতের পাশাপাশি ক্রিকেটারদের মতামতকে প্রাধান্য দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শেষ অবধি যদি পাকস্তান যেতেই হয়, সেক্ষেত্রে যেকোনো একটা ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব রেখেছে বিসিবি।
আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি মেনে পাকিস্তান খেলতে যাবে টাইগাররা। এফটিপি অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির এই সফরে বাংলাদেশ জাতীয় দল স্বাগতিকদের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের পৃথক দু’টি সিরিজ খেলবে। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা আমলে নিয়ে বিসিবি চাচ্ছে সেখানে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলবে। টেস্টের জন্য বিকল্প ভেন্যু দাবি করেছে বিসিবি।
এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘একটা ভেন্যুতে খেলার ব্যাপারেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আমরা পরামর্শ দিয়েছি। নিরাপত্তার সার্বিক দিক বিবেচনা করে পিসিবি হয়তো বিসয়টি আমলে নেবে। সিরিজ খেলা প্রসঙ্গে আমাদের কিছু পছন্দের কথাও জানিয়েছি।’
তবে বাংলাদেশের দেওয়া এই প্রস্তাব একেবারেই আমলে নিচ্ছে না পিসিবি। যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছে শ্রীলঙ্কাকে। বিসিবির উপর প্রশ্ন ছুঁড়ে দিয়ে পিসিবি বলছে, ‘শ্রীলঙ্কা যদি নিরাপত্তাজনিত কোনো সমস্যা ছাড়াই পাকিস্তানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করতে পারে, সেখানে বাংলাদেশের না খেলতে চাওয়ার কারণ কি?’
গণমাধ্যমের সাথে আলাপকালে সুজন জানান, ‘শ্রীলঙ্কাকে উদাহরণ হিসেবে দেখাচ্ছেন পিসিবি কর্মকর্তারা। আমাদের নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন তারা বিষয়টা ভালো বোঝেন। বেশি সময়ের জন্য সেখানে অবস্থান করা আর কম সময়ের জন্য অবস্থানের মধ্যে কিছুটা হলেও তফাৎ রয়েছে। নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়গুলোর দিকে আমাদের অবশ্যই খেয়াল থাকবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।