৯ নভেম্বর কর্তারপুর গুরুদ্বার থেকে একটি জাঠা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন মনমোহন। ১২ নভেম্বর শিখদের প্রথম ধর্মগুরু নানকের ৫৫০তম জন্ম দিবস উপলক্ষ্যে মনমোহন সিং সুলতানপুর লোধীতেও যাবেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন সিং। মনমোহনের পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও আমন্ত্রণ জানিয়েছে পাঞ্জাব সরকার। রাষ্ট্রপতি কোবিন্দও ওই জাঠার প্রতিনিধি হয়ে পাকিস্তানে যাবেন বলে পাঞ্জাব সরকারের দাবি। যদিও, রাষ্ট্রপতি ভবনের তরফে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও ওই অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ পাঠিয়েছে পাঞ্জাব সরকার।
তবে, মনমোহন কোনোভাবেই পাকিস্তান সরকারের ডাকে কর্তারপুর করিডরের উদ্বোধনে যাচ্ছেন না। এমনটাই জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি বলছেন, কর্তারপুর করিডর উদ্বোধনের জন্য মনমোহন সিং পাকিস্তানের অন্তর্ভুক্ত পাঞ্জাবে যাচ্ছেন না। তার কোনো প্রশ্নই নেই। সেটা একেবারে আলাদা বিষয়। তিনি যাচ্ছেন, নানকের জন্মদিবস উপলক্ষ্যে যে অনুষ্ঠান হচ্ছে, তাতে যোগ দিতে।
উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে কর্তারপুর করিডরের উদ্বোধনে মনমোহনকে আমন্ত্রণ জানিয়েছে সেদেশের সরকার। সেই আমন্ত্রণ আগেই প্রত্যাখ্যান করেন মনমোহন। সূত্র : সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।