পাক সেনাপ্রধানের জন্য খুলে দেওয়া হলো পবিত্র কাবার দরজা, ভেতরে পড়লেন নামাজ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বর্তমানে সৌদি আরব সফরে রয়েছে। দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, সফরে গিয়ে ওমরাহ পালন করেন জেনারেল মুনির। এসময় তার জন্য পবিত্র কাবাঘরের দরজা খুলে দেয়া হয়।
ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, কিছু লোকের সঙ্গে কাবাঘর থেকে বের হচ্ছেন জেনারেল মুনির। এসময় পাকিস্তানি সেনাপ্রধান একটি কালো জ্যাকেট ও প্যান্ট পরে ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আতিথেয়তার নিদর্শন হিসেবে পাকিস্তানি সেনাপ্রধানের জন্য পবিত্র কাবাঘরের দরজা খুলে দেয়া হয়। এসময় পবিত্র কাবাঘরের ভেতর নামাজ আদায় করেন কুরআনে হাফিজ জেনারেল মুনির।

আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, মসজিদে নববীতে গিয়েছেন জেনারেল মুনির। এসময় সৌদির নিরাপত্তা কর্মকর্তারা তাকে সঙ্গ দিচ্ছেন।
এদিকে সৌদি আরবের আল উলা শহরে সৌদি যুবরাজের শীতকালীন ক্যাম্পে তার সঙ্গে বৈঠক করেন জেনারেল মুনির। ওই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন তিনি।
প্রসঙ্গত, ৪ জানুয়ারি থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে বেরিয়েছেন পাকিস্তানি সেনাপ্রধান। ১০ জানুয়ারি দেশে ফিরবেন তিনি।
সূত্র: জিও নিউজ
বিরল দৃশ্য দেখা গেছে মক্কা-মদিনায়, মরুভূমি ছেয়ে গেছে গাছপালায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



