আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের হামলায় ২ ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শুক্রবার (১ মে) জম্মু-কাশ্মীরের বারামুল্লার রামপুর সেক্টরে এ হামলার ঘটনা ঘটেছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এক বিবৃতিতে বলেন, শুক্রবার (১ মে) বিকাল ৩টা ৩০ মিনিটে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাইন অব কন্ট্রোলের বারামুল্লা জেলার রামপুর সেক্টরে হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে উপযুক্ত জবাব দেয়া হয় বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, শুক্রবার জম্মু-কাশ্মীরের বারামুল্লায় পাকিস্তানি সেনাদের গুলিতে গুরুতর আহত ২ ভারতীয় সেনা শনিবার সকালে মারা যায়। গুরুতর আহত আরেক সেনা হাসপাতালে ভর্তি আছেন।
সেনা সূত্র জানায়, হঠাৎ করে শুক্রবারের এই হামলায় আহত হন ভারতীয় ৩ সেনা জওয়ান। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই জওয়ান গুরুতর আহত ছিলেন। শনিবার সকালে তাদের মৃত্যু হয়।
এর আগে বুধবার (৩০ এপ্রিল) কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারতীয় সেনাদের হামলায় এক পাকিস্তানি সেনা নিহত হয়। ওই হামলায় ২ বেসামরিক পাকিস্তানি নিহত হঢ বলেও জানায় পাকিস্তান সেনাবাহিনী।
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় নিয়মিত বিরতিতে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। দুই পক্ষই অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে পরস্পরের বিরুদ্ধে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



