কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানসিন্দুক আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খোলা হচ্ছে। দানসিন্দুক খোলাকে ঘিরে কিশোরগঞ্জসহ সারা দেশে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।
মসজিদ প্রশাসন সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ৩০ আগস্ট দানসিন্দুক খোলা হয়েছিল। সে সময় ৩২ বস্তা টাকা পাওয়া যায় এবং দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টার গণনা শেষে রেকর্ড পরিমাণ ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা সংগ্রহ হয়। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গিয়েছিল। ওই গণনা কার্যক্রমে প্রায় ৫০০ জন অংশ নেন।
এবার প্রায় ৩ মাস ২৭ দিন পর দানসিন্দুক খোলা হচ্ছে। সাধারণত প্রতি তিন মাস অন্তর সিন্দুক খোলা হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার সময় কিছুটা বাড়ানো হয়। দীর্ঘ সময়ের ব্যবধানে দান জমা হওয়ায় এবারও নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতি শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মুসল্লি পাগলা মসজিদে দান করতে আসেন। ধর্মীয় অনুষ্ঠান ও বিশেষ দিনে মুসল্লিদের ঢল নামে, যা দানের পরিমাণ বাড়িয়ে দেয়। এ কারণে এবার দানসিন্দুকে বিপুল অর্থ জমা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ সকালে দানসিন্দুক খোলার সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, ব্যাংক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। গণনার কাজে নিয়োজিত থাকবেন প্রায় ৫০০ জন।
পাগলা মসজিদের দানসিন্দুক থেকে প্রাপ্ত অর্থ মসজিদের উন্নয়ন, গরিব ও অসহায় মানুষের সহায়তা, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



