মাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব কেয়া পায়েলের ভিডিও -ছবিতে। যেখানে অভিনেত্রীর পোশাক ও আচরণে ভারসাম্যহীনতা স্পষ্ট। কৌতূহলী নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন। এবার এর পেছনের গল্প শোনালেন অভিনেত্রী।

তিনি বলেন, এটি একটি নাটকের অংশ। সম্ভাব্য নাম ‘বাতাসের ফুল। পরিচালক ফরহাদ আহমেদ ঈশান। ঈদে আসবে। এতে আমার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। ঢাকার বিভিন্ন লোকেশনে পাঁচ দিন শুটিং করেছি আমরা।’
নাটকটকের গল্প নিয়ে বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। এক পর্যায়ে আমি পাগল হয়ে যাই। সেসময়ের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। সবাই দেখলাম লুফে নিয়েছেন। আমি প্রচুর পরিমাণ প্রশংসা পাচ্ছি।’
মজার ছলে প্রকাশ করলেও কেয়া পায়েল ভাবেননি তা এভাবে ভাইরাল হবে। অভিনেত্রীর কথায়, ‘আমরা শুধু একটি লুক শেয়ার করেছিলাম। শুটিংয়ের মাঝে আমি আর জোভান ভাইয়া মজা করে পোস্ট করি। মানুষ যে পছন্দ করবে এবং ভাইরাল করবে বুঝিনি তখন। যাই হোক এটা অবশ্যই ভালো। আমার অভিনয়ের প্রশংসা পাচ্ছি। এটা অবশ্যই আর্টিস্ট হিসেবে আমার প্রাপ্তির।’
এদিকে অনুসারীদের উন্মাদনায় ঘি ঢালতে কেয়া পায়েল ও জোভানও ওই ভিডিও-ছবি নিয়ে করছেন মজা। জোভান ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিছি।’ অন্যদিকে কেয়া পায়েল নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘ভাই এই ছবিটা রিচ করলে ফেসবুক থেইকা ৪০৫ ডলার দিবো কইছে।’ অনুসারীরাও মন্তব্যের ঘরে করছেন মজার সব কমেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


