জুমবাংলা ডেস্ক : আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ মানুষের কংকালসহ ২ পাচারকারীকে আটক করেছে। রবিবার ভোরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা ওই কঙ্কাল উদ্ধার ও দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের আহেদ আলীর ছেলে আলতাফ (৩৫) ও একই এলাকার লতিফের ছেলে সহিদ (২৫)।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দিন জানান, খবর আসে ফেরিঘাট দিয়ে কঙ্কাল পাচার হতে পারে। পুলিশের কয়েকটি টিম ফেরিঘাট ঘিরে রাখে। এক পর্যায়ে একটি বাস তল্লাশি করে দুটি ব্যাগে রাখা কয়েকটি কঙ্কালসহ ২ জনকে আটক করা হয়।
এদিকে আটক ব্যক্তিদের নিয়ে সিএনজি চালিত অটোরিকশাতে ওঠার সঙ্গেই দ্রুতগামী একটি মাইক্রোবাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কনস্টেবল বাশার। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই নাসির জানিয়েছেন, তারা এক হাজার টাকার বিনিময়ে বিশনন্দী ফেরিঘাট থেকে ঢাকা গুলিস্তানে কঙ্কালগুলো পৌঁছে দিতে যাচ্ছিল। এর আগে পার্সেলটি আরও কয়েক হাত বদল হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।