স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচ হারের পর কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে হারিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস৷ অনবদ্য সুপার কিংসের ওপেনিং জুটি৷ যেটা প্রথম চার ম্যাচে দেখা যায়নি৷ এদিন তা করে দেখালেন শেন ওয়াটসন ও ফ্যাফ ডু’প্লেসিস৷ ওপেনিং জুটিতে এদিন অবিভক্ত ১৮১ রান তোলে দু’জনে৷ চলতি আইপিএল দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি৷ এর আগে ২০২০ আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৮৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল৷
প্রথম তিনটি ম্যাচে মুরলী বিজয় ও ওয়াটসন জুটি বড় স্কোর করতে পারেননি৷ তাই চতুর্থ ম্যাচে বিজয়কে বসিয়ে ওয়াটসনের সঙ্গে ডু’প্লেসিকে ইনিংস শুরু করার দায়িত্ব দেয় সিএসকে থিঙ্কট্যাঙ্ক৷ আগের ম্যাচে ওয়াটসন ব্যর্থ হলেও এদিন দুরন্ত ব্যাটিং উপহার দেন ওয়াটসন৷ কিংস ইলেভেন বোলারদের নিয়ে ছেলেখেলা করেন সিএসকে-র দুই ওপেনার৷
১৪ বল বাকি থাকতেই হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় সিএসকে৷ ১৭৮ রান তাড়া করে ১৭.৪ ওভারে কোনও উইকেট না-হারিয়ে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস৷ ডু’প্লেসিস ৮৭ এবং ওয়াটসন ৮৩ রানে অপরাজিত থাকেন৷ দু’জনেই সমসংখ্যক বল খেলেন৷ ৫৩ বলের ইনিংসে ওয়াটসন ১১টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মারেন৷ আর ডু’প্লেসিস মারেন ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।