জুমবাংলা ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় গুদামে অতিরিক্ত পাট মজুত করার অভিযোগে সোহরাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বগুড়া পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মাহবুব হোসেন বাদী হয়ে গত শুক্রবার (২০ ডিসেম্বর) ধুনট থানায় এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, হঠাৎ করে পাটের মূল্য বৃদ্ধি ও মিলগুলোতে সংকট তৈরি হওয়ায় মজুতদারি ঠেকাতে অভিযান শুরু করে পাট অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় ধুনট-সোনামূখী সড়কের ভরণশাহী-বেলকুচি ভাটা এলাকায় সোহরাব উদ্দিনের পাটের গুদামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা পাট অদিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) রাশেদুল হাসান ও বগুড়া পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মাহবুব হাসান।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী কোনও গুদামে বা ব্যবসা প্রতিষ্ঠান এক হাজার মণের বেশি পাট এক মাসের বেশি মজুদ করতে পারে না। কিন্ত ব্যবসায়ী সোহরাব উদ্দিন দীর্ঘদিন ধরে তার গুদামে ৬ হাজার ১শ’ মণ পাট মজুত করে রেখেছেন। এ কারণে ওই গুদামটি সিলগালা করেছে পাট অধিদপ্তর। এ ঘটনায় বগুড়া পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মাহবুব হোসেন বাদী হয়ে ব্যবসায়ী সোহরাব উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোহরাব উদ্দিন উপজেলার চৌকিবাড়ি গ্রামের আজাহার আলী সরকারের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৭ সালের পাট আইন অমান্য করে অবৈধভাবে পাট মজুতের অভিযোগে করা মামলার আসামি সোহরাব উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্বাধীনতার পর থেকে সব ধর্মের মানুষ বাড়াবাড়ির শিকার হয়েছে: জামায়াত আমির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।