
জুমবাংলা ডেস্ক : বাড়ির পাশে ডোবায় বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে লামিয়া ও মাসুদ নামের ছয় বছরের দুই যমজ ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া বালুরঘাট গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা একই গ্রামের ট্রলারচালক কুদ্দুস আলীর ছেলেমেয়ে।
মারা যাওয়া শিশুদের মামা নূর হোসেন জানান, বাড়ির পাশের একটি ডোবা বৃষ্টির পানিতে পূর্ণ ছিল। সকালে দুই ভাইবোন বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় তারা ডোবার পানিতে পড়ে যায়। অনেকক্ষণ সাড়া না পেয়ে তাদেরকে সবাই খোঁজাখুঁজির শুরু করেন। এক পর্যায়ে দুই ভাইবোনকে ডোবার পানিতে ভাসতে দেখেন তারা। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মেঘনা নদীর দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে পথে দুই শিশুর মৃত্যু হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. বেনজির আহম্মেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


