in

পানির মধ্যে হঠাৎ ফুলে উঠলো মাটি!

আন্তর্জাতিক ডেস্ক : চারপাশে ভরপুর পানি, এর মধ্যেই হঠাৎ নতুন চরের মত ভেসে উঠলো মাটি। সম্প্রতি এমন একটি বিস্ময়কর ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতের হরিয়ানা রাজ্যে ঘটা এই ঘটনার ভিডিওতে দেখা যায়, পানির মধ্য থেকে হঠাৎ স্থলভাগ জেগে উঠছে। যে ব্যক্তি এই ঘটনার ভিডিও করেছেন, তিনি এমন দৃশ্য দেখে অবাক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, দেখুন জমি জেগে উঠছে। এটি নতুন অভিজ্ঞতা।

এসময় পেছনে অন্যান্য মানুষজনের কথাও শুনতে পাওয়া যায়। তারা বলেন, ওই এলাকায় বৃষ্টির পর এমন ঘটনা ঘটেছে। তবে ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পরে ফেসবুকে ওই ভিডিও শেয়ার করার পর তা ভাইরাল হয়ে যায়। অনেকেই এই ঘটনার নিজের মতো করে ব্যাখ্যা দেয়।

অনেকের মতে টেকটোনিক প্লেট নড়াচড়ার কারণে এমনটা হয়েছে। তবে আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মতে এটা টেকটোনিক প্লেট নড়ার কারণে হয়নি। বরং মাটির নিচে জমে থাকা মিথেন গ্যাসের কারণে হয়েছে। বৃষ্টির পানি পেয়ে সেটা বুঁদবুঁদের মতো ফুলে ফেপে উঠেছে।

ভিডিওটি দেখুন:

অনলাইনে খুব সহজে টাকা ইনকাম করার উপায়