জুমবাংলা ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রীকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর ঠিকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর এলাকাবাসী ধাওয়া করে অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন- লাউতা ইউনিয়নের দক্ষিণ ঠিকরপাড়া গ্রামের মৃত ছাইদ আলীর ছেলে ফয়ছল আহমদ (২৮) ও উত্তর গাং পার এলাকার মুত আব্দুর খালিকের ছেলে মিশুক আহমদ (৩০)।