স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভে টানা ৫ ম্যাচ হেরে গতকাল শেষে হয়েছে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ। চরম ব্যর্থ এক বিশ্বকাপের পর বাংলাদেশ দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা হচ্ছে দেশে-বিদেশে। অনেকে মনে করছেন বিসিবি’র পরিকল্পনার অভাবেই বাংলাদেশ দলের এমন করুণ অবস্থা।
এবার সমালোচনায় যোগ দিলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটিতে ৮ উইকেটে হারার পর তিনি টুইট করে তাঁর হতাশার কথা জানান।
টুইটের প্রথম অংশে সাবের লিখেছেন, ‘জনাব পাপনের (নাজমুল হাসান) অধীনে বাংলাদেশ এই নিয়ে ৪টি বিশ্বকাপ খেলে ফেলল। পারফরম্যান্স খারাপ থেকে খারাপতম হয়েছে। (বিসিবির) সবচেয়ে বেশি সময় কাটানো সভাপতি সবচেয়ে অযোগ্যও।’
সাবের তাঁর টুইটের দ্বিতীয় অংশে লিখেছেন, ‘অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দিয়েছেন।’ সাবের তাঁর সমালোচনা শেষ করেছেন এই লিখে, ‘এটা দুঃখজনক যে আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।