আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের শিশুদের কাছে মোবাইল ফোন ভাড়া দেওয়ার অভিযোগে অন্তত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার পেশোয়ারের ফাকিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর জিও নিউজের।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা শিশুদের কাছে মোবাইল ফোন ভাড়া দিত।
এই মোবাইল নিয়ে শিশুরা পাবজিসহ বিভিন্ন অনলাইন গেম খেলতো এবং অনেকে এই মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখতো বলে জানিয়েছে পুলিশ।
শিশুরা মোবাইল ফোন চালাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই এলাকার দুটি দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪৫টি স্মার্টফোন আটক করে পুলিশ। প্রতিঘণ্টা ৬০ রুপিতে প্রতিটি স্মার্টফোন ভাড়া দেওয়া হত বলে জানিয়েছে জিও নিউজ।
গ্রেপ্তার ৭ জনের মধ্যে তিনজনকে গতকাল শুক্রবার ও বাকি চারজনকে শনিবার গ্রেপ্তার করেছে। এ সময় দোকান দুটিকে সিলগালা করে দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।