জুমবাংলা ডেস্ক : হিন্দু পারিবারিক আইন সংস্কার প্রস্তাবের প্রতিবাদে পাবনা শহরে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার দুপরে শহরের জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে মহাজোটের নেতাকর্মীরা ব্যানার ও ঝাড়ু নিয়ে শহরে মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন মহাজোট নেতাকর্মীরা।
মহাজোটের পাবনা জেলা শাখার আহ্বায়ক আশিস কুমার বসাকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন– সদস্য সচিব সৌহার্দ্য বসাক সুমন, যুগ্ম সদস্য সচিব তাপস দাস, যুব মহাজোটের আহ্বায়ক শুভ বসাক, সদস্য সচিব প্রসাদ দাস, সদস্য অমিত ভদ্র, সঞ্জয় সাহা, ছাত্র মহাজোটের আহ্বায়ক শুভ মজুমদার, যুগ্ম আহ্বায়ক কৃষ্ণ ঘোষ প্রমুখ। ষড়যন্ত্রমূলকভাবে হিন্দু পারিবারিক আইন সংশোধনের পাঁয়তারা চলছে দাবি করে বক্তারা তা না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা অভিযোগ করেন, সংস্কারের নামে হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের চেষ্টা যারা করছে, তারা এই ধর্মকে অবমাননা করছে। এ ষড়যন্ত্রের সঙ্গে কিছু নামধারী গণমাধ্যমকর্মী ও এনজিও যুক্ত। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তাই ধর্মীয় অনুশাসন পরিবর্তন নয়, সেটিকে টিকিয়ে রাখতে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ জেগে উঠেছে। হিন্দু পারিবারিক আইন সংস্কার প্রচেষ্টা যদি বাস্তবায়ন করা হয়, তবে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান আন্দোলনকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।