জুমবাংলা ডেস্ক : পাবনার বেড়া উপজেলায় সাংবাদিক সানোয়ার হোসেন রাজা (৪৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে মারা যান তিনি।
বেড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিউল আজম ( আলতু) ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
সানোয়ার হোসেন রাজা দৈনিক আজকালের খবর পত্রিকার বেড়া উপজেলা প্রতিনিধি ও বেড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক ছিলেন।
তার সহকর্মী ও পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় বুকে ব্যাথা শুরু হলে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে শনিবার বেড়া পৌর এলাকার হাতিগাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বেড়া উপজেলার সাংবাদিক মহলে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারে প্রতি সমবেদনা প্রকাশ করেছে বেড়া প্রেসক্লাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।