জুমবাংলা ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলটির সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার উপজেলা জামায়াত কার্যালয়ে দলটির বিশেষ সভায় প্রার্থী হিসেবে নিজামীপুত্রের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এর আগে পাবনার অন্য ৪টি আসনের প্রার্থী নির্ধারণ করা হলেও জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত পাবনা-১ আসনে দলের প্রার্থী নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এ আসনে এতদিন প্রচারণা চালাচ্ছিলেন বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল বাসেদ খান।
পাবনার অন্য ৪টি আসনে জামায়াতের প্রার্থীরা হলেন- পাবনা-২ (সুজানগর ও বেড়ার একাংশ) আসনে সুজানগর উপজেলা আমির কেএম হেসাব উদ্দিন, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনে ভাঙ্গুড়ার সাবেক উপজেলা আমির মাওলানা আলী আজগর, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব মণ্ডল এবং পাবনা-৫ (সদর) আসনে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইকবাল হুসাইন।
এদিকে বুধবার নিজামীপুত্রের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় সেক্রেটারি সাংবাদিকদের বলেন, শহিদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের পর এখানে আমাদের দলের প্রার্থী নাজিবুর রহমান মোমেনই ছিলেন; কিন্তু শেখ হাসিনার সরকারের জুলুম নির্যাতনের কারণে মতিউর রহমান নিজামীর পরিবারের কোনো সদস্য দেশে থাকতে পারেননি। তাই মাঝখানে নির্বাচনের জন্য আমরা প্রার্থী করেছিলাম আব্দুল বাসেদ খান ভাইকে। আবারও আমরা বিজয়ের সম্ভাবনাকে নিশ্চিত করতেই ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে প্রার্থী করলাম। আমাদের দলের প্রার্থী হওয়া বা প্রার্থী করা কোনোটাই প্রার্থীর সঙ্গে সম্পর্কিত নয়, সবকিছুই দলের সঙ্গে সম্পর্কিত।
মাওলানা মতিউর রহমান নিজামীর দ্বিতীয় পুত্র মোমেন লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে ২০১০ সালে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৩ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০১৬ সালের ১০ মে মধ্যরাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বাবা মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর সরকারের নানা চাপে দেশত্যাগ করে লন্ডনে চলে যান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশে ফিরে আসেন তিনি।
মতিউর রহমান নিজামীর ৬ সন্তানের মধ্যে নাজিবুর রহমান মোমেন দ্বিতীয়। বড় ছেলে ড. নাকিবুর রহমান যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটির অধ্যাপক। আরেক সন্তান মোমেনের যমজ ভাই ডা. নাঈম খালেদ যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট ছেলে নাদিম তালহা তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। বড় মেয়ে ড. মহসিনা ফাতেমা মালয়েশিয়া ও ছোট মেয়ে খাদিজা তাহেরা যুক্তরাজ্যে বসবাস করছেন।
জামায়াত শাপলাকে, আ.লীগ শাহবাগকে ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করেছে: মাহফুজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।