পাবনা প্রতিনিধি: পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টানা তিনবারের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে আবারও পাবনা-৫ আসনে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই আনন্দ মিছিল বের করা হয়।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেলসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।