Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গ্রাম-মফস্বল থেকে হারিয়ে যাচ্ছে পায়ে টানা রিকশা
    জাতীয় মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার স্লাইডার

    গ্রাম-মফস্বল থেকে হারিয়ে যাচ্ছে পায়ে টানা রিকশা

    জুমবাংলা নিউজ ডেস্কSeptember 1, 2023Updated:September 1, 20233 Mins Read
    Advertisement

    রঞ্জু খন্দকার, গাইবান্ধা থেকে: বিয়ে উপলক্ষে ঝালরওয়ালা ৫০-১০০ রিকশার বহর যাচ্ছে কনের বাড়ি, এমন দৃশ্য এখন আর নেই। অথবা চারদিক কাপড়ঘেড়া রিকশায় নতুন বৌ নায়র যাচ্ছে বাপের বাড়ি– এ তো আরও কষ্টকল্পনা। অথচ একসময় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় এমন চিত্র ছিল স্বাভাবিক।

    এসব দৃশ্য তো বটেই এখন খোলনলচে পালটে গেছে খোদ রিকশা-ই। সেই প্যাডেলওয়ালা পায়ে টানা রিকশা আর তেমন চোখেই পড়ে না গ্রামে, মফস্বল শহরে। এর স্থলে এখন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা। বর্তমানে রাজধানী ঢাকা ছাড়া দেশের বেশির ভাগ শহর চলে গেছে বিদ্যুচ্চালিত এসব বাহনের দখলে।

    বিজ্ঞান যত উন্নত হচ্ছে, পৃথিবী তত ক্রমশ এগিয়ে চলেছে, আর সেই সাথে পিছিয়ে পড়ছে পুরনো অনেক ঐতিহ্য। একসময় রাস্তাঘাটে বিভিন্ন প্রান্তে ছুটে চলতো তিনচাকার পায়ে টানা রিকশা। বর্তমানে ব্যাটারিচালিত তিনচাকার রিকশা ও ভ্যানের দাপটে অনেকেটাই হারিয়ে যেতে বসেছে পায়ে টানা বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা।

    ঐতিহ্যসচেতন লোকজন বলছেন, প্যাডেলওয়ালা পায়ে টানা রিকশাই বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। এর স্থলে ব্যাটারিচালিত রিকশায় গতি বেড়েছে ঠিক, কিন্তু রিকশার সেই আবেদনটা কোথায় যেন একটু হলেও কমেছে।

    গাইবান্ধা জেলা শহরের সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শাহাবুল শাহীন বলেন, পায়ে টানা রিকশা শুধু ঐতিহ্যবাহী-ই নয়, এটা মূল্যসাশ্রয়ীও ছিল। ব্যাটারিচালিত রিকশায় বিদ্যুৎ খরচ হয়। তা বাংলাদেশের মতো লোডশেডিংপ্রবণ দেশে কিছুটা সমস্যাই তৈরি করেছে।

    তবে আরেক পক্ষের মতও উপেক্ষা করার মতো নয়। তাঁদের ভাষ্য, পায়ে টানা রিকশার ইতিহাস মানুষের দাসত্বের ইতিহাস। এটা মানুষকে ভারবাহী পশুর সমতুল্য করে তোলে। বিদ্যুচ্চালিত রিকশা মানুষকে সেই দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। এই আধুনিক কালেও মানুষ কেন মানুষকে টানবে? প্রযুক্তির কল্যাণে এগিয়ে যাওয়াই কালের নিয়ম।

    পলাশবাড়ী উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহওয়াজ কবির বলেন, আগে রিকশা চালাতে মানুষের যে কষ্ট হতো, তা দেখার মতো নয়। অনেক গরিব মানুষ শারীরিক শক্তির অভাবে রিকশা চালাতে পারতেন না। প্রযুক্তি সেই পরিস্থিতি রাতারাতি পালটে দিয়েছে। এখন অনেক বৃদ্ধ ব্যক্তিও রিকশা চালিয়ে জীবীকা অর্জন করতে পারছেন।

    সম্প্রতি সরেজমিনে রংপুর ও গাইবান্ধা শহরে দেখা যায়, শহরে প্রচুর রিকশা। তবে এর প্রায় সবগুলোই ব্যাটারিচালিত। গাইবান্ধা শহরে দুয়েকটা পায়ে টানা রিকশা রয়েছে। এ ছাড়া অটোরিকশায় সয়লাব দুটি শহরই।

    কথা হয় রংপুর শহরের অটোরিকশার চালক সেলিম মিয়ার সঙ্গে। তিনি বলেন, মানুষ এখন দ্রুত সব জায়গায় যেতে চায়। সবার ব্যস্ততা খুব বেশি। এ কারণে সবাই অটোরিকশাই পছন্দ করেন, অটোতেই ওঠেন।

    গাইবান্ধা শহরের রিকশাচালক হবিবর রহমান বলেন, আগে তিনিও পায়ে টানা রিকশা চালাতেন। কষ্ট হলেও ওটাই চালাতে ভালো লাগত। পরিশ্রম বেশি হওয়ায় এতে শরীরও ভালো থাকত। রাতে ভালো ঘুম হতো। বর্তমানে ব্যাটারিচালিত রিকশায় টাকা রোজগার বাড়লেও শরীরের তেমন পরিশ্রম হয় না। ফলে ঘুমও আগের মতো হয় না।

    বর্তমানে রাজধানী ঢাকা ছাড়া দেশের বেশির ভাগ শহর ব্যাটারিচালিত রিকশার দখলে চলে গেছে। রাজধানী শহরের কয়েকজন জানান, দেশে পায়ে টানা রিকশার ঐতিহ্য এখনো টিকিয়ে রেখেছে ঢাকা। যেমন হাতে টানা রিকশা ‘টাঙ্গা’ এখনো টিকে রয়েছে কলকাতায়। ঢাকায় এখনো ঝুমবৃষ্টিতে হুডতোলা রিকশায় ঘুড়ে বেড়ানো যায়। গরমের দাপটে হুডখোলা রিকশায় ঘোরা যায় শহুরে বাতাসে। তবে এ শহরও কখন বিদ্যুচ্চালিত রিকশার দখলে চলে যাবে, কে জানে?

    ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসমাউল হুসনা বলেন, গ্রামে গেলে রিকশায় ওঠার ফিলিংসটা এখন আর পাই না। ঢাকায় এখনো এই অনুভূতিটা বেঁচে আছে। কালের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে যায়, ঠিক আছে। তবু কিছু ঐতিহ্য রেখে দেওয়া দরকার। গুলিস্তান থেকে পুরান ঢাকায় এখনো যেমন ঘোড়ার গাড়ি চলে, তেমনি রাজধানীজুড়ে যেন পায়ে টানা রিকশাও চলে– এমনটাই আশা রাখি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ‘পায়ে গ্রাম-মফস্বল টানা থেকে মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার যাচ্ছে রিকশা স্লাইডার হারিয়ে’
    Related Posts
    EC

    নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি : ইসি সচিব

    October 26, 2025
    Mirpur

    আগুনের ১২ দিন পর মিরপুরের সেই কারখানায় মিলল আরেক লাশ

    October 26, 2025
    EC

    সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব

    October 26, 2025
    সর্বশেষ খবর
    EC

    নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি : ইসি সচিব

    Mirpur

    আগুনের ১২ দিন পর মিরপুরের সেই কারখানায় মিলল আরেক লাশ

    EC

    সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব

    বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন পাক যৌথ বাহিনীর চেয়ারম্যান

    mansur ahmmad

    আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি প্রবাসী

    Kalam

    কালামকে আজ কাজে বের হতে দিতে চাননি তার স্ত্রী

    সিলেট চেম্বারের নির্বাচন

    সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

    মেট্রোরেলে বিয়ারিং প্যাড

    মেট্রোরেলের বিয়ারিং প্যাডের কাজ কী, মান ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি

    মেট্রোরেলের মানহীন বিয়ারিং প্যাড

    ২০২০ সালেই মেট্রোরেলের মানহীন বিয়ারিং প্যাড নিয়ে প্রশ্ন তুলেছিল বুয়েট

    রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান

    বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান, বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.