আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া।
শুক্রবার (১২ এপ্রিল) এ পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। আস্ট্রাখান অঞ্চলের কাপুস্তিন ইয়ার রেঞ্জে এ পরীক্ষা চালানো হয়েছে।
রাশিয়ার সেনাবাহিনীর তথ্যানুসারে, কৌশলগত মিসাইল ফোর্স আইসিবিএমের সফল পরীক্ষা চালিয়েছে। ভলগোগ্রাদের কাছাকাছি একটি এলাকায় মোবাইল গ্রাউন্ডভিত্তিক আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। পরীক্ষাটি সফল হওয়ায় এর মাথ্যমে দেশের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্রের উচ্চমাত্রার নির্ভরযোগ্যতার বিষয়টিও প্রমাণিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষায় কী ধরনের আইসিবিএম ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট করেনি রাশিয়া।
রাশিয়ায় বর্তমানে আরএস-২৪ ইয়ারস সিরিজের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়ে আসছে। এটি ন্যাটোতে এসএস-২৯ নামে পরিচিত। এ ধরনের ক্ষেপণাস্ত্র পারমাণিবিক অস্ত্র বহন করতে পারে এবং যে কোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়।
রুশ ভাষায় ইয়ারস নামের ক্ষেপণাস্ত্রকে পারমাণবিক অস্ত্র প্রতিরোধকারী রকেট হিসেবে আখ্যা দেওয়া হয়। রুশ সশস্ত্র বাহিনীতে সাম্প্রতিক সময়ে জায়গা করে নিয়েছে। এর আগে আরটি-২, পিএম-২ টপল-এম সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবহার করত রুশ সেনাবাহিনী। এটি ন্যাটোতে এসএস-২৭ নামে পরিচিত।
রাশিয়ার সশস্ত্র বাহিনীতে ইয়ারস ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার পর থেকে আরটি-২, পিএম-২ টপল-এম সিরিজের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়। ইয়ারস নামের ক্ষেপণাস্ত্র একাধিক থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। এ ছাড়া এগুলো যে কোনো সাইলো বা গাড়ি থেকেও উৎক্ষেপণ করা যায়। রাশিয়া সাম্প্রতিক সময়ে এটির আরও আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।