Advertisement
স্পোর্টস ডেস্ক : বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। শারীরিক অসুস্থতার কারণে ঢাকা প্লাটুনের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খেলতে পারেনি গত ম্যাচ। তবে আশার বানী হচ্ছে আগামীকাল মাঠে নামবেন তিনি।
রবিবার (২২ ডিসেম্বর) মাঠে নামার আগে নিজেক ঝালিয়ে নেন তিনি। এ সময় তামিমের বিপক্ষে বল করতে দেখা যায় ঢাকা প্লাটুনের আরেক ব্যাটসম্যান ও উইকেটরক্ষক এনামুল হক বিজয়কে। মজার ছলে বিজয়কে চ্যালেঞ্জ করে তামিম বলেন, পারলে আমাকে আউট করে দেখা।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।