জুমবাংলা ডেস্ক : বানের রাজা সিংহ হলেও ত্রাস হিসেবে পরিচিত চিতাবাঘ। তার হুংকারে থরথর করে কেঁপে উঠে সমস্ত বন। কিন্তু সেই চিতাবাঘ পারল না এক সজারু সঙ্গে। চিতাবাঘের সামনে দাঁড়িয়ে থেকে রীতিমতো যু’দ্ধ করেছে সজারুটি। তবে ঘটনাটি কখন বা কোথায় ঘটেছে তা জানা যায়নি।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাতের বেলায় পিচের রাস্তায় একটি সজারুকে দেখে এগিয়ে আসছে একটি চিতাবাঘ। সজারুটিকে কামড়ানোর চেষ্টা করছে। কিন্তু গায়ের সব কাঁটা মেলে ধরেছে সজারুটি। তাই মুখ এগিয়ে নিয়ে গিয়েও বার বার খোঁচা খেয়ে পিছিয়ে আসতে হচ্ছে। আর সজারুটিও চিতাবাঘটির কাছ থেকে পালানোর চেষ্টা করছে। চিতাবাঘটি তাকে ঘুরে ঘুরে আটকানোর চেষ্টা করছে। আটকানোর চেষ্টা করলেও বিশেষ সুবিধা করতে পারছে না। বার বার তীক্ষ্ণ খোঁচা খাচ্ছে আর মুখ সরিয়ে নিচ্ছে।
তবে ভিডিওয় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সজারুটি রাস্তা বরাবর এগিয়ে যাচ্ছে, আর চিতাবাঘটিও তার পিছু নিয়ে চলেছে। আর মাঝে মাঝে চেষ্টা করছে সজারুটি শিকারে পরিণত করার।
রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ির হেডলাইটের আলোর সামনেই এই ঘটনা চলছিল। গাড়ি থেকেই ক্যামেরাবন্দি করা হয় এই দৃশ্য। সজারু আর চিতাবাঘটি যত এগিয়ে যাচ্ছিল, গাড়িটিও পিছনে পিছনে এগিয়ে যাচ্ছে। ১৯ সেপ্টেম্বর পোস্ট হওয়া ভিডিওটি এরই মধ্যে কয়েক হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে পড়েছে লাইক ও কমেন্ট। শেয়ারও করছেন প্রচুর মানুষ।
Came across this very interesting video of a leopard trying to hunt a porcupine. It was a classic duel of the killing instincts of the #leopard versus the survival instincts of the #porcupine. #Nature at its best!#Wildlife@WWFINDIA @moefcc @NatGeo @ParveenKaswan @WWF pic.twitter.com/WAGw3FYKZ6
— Dhanraj Nathwani (@DhanrajNathwani) September 19, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।