নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে গলা কেটা স্ত্রী রিহানা খানমকে (২৬) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি মোল্লা গোলাম কিবরিয়াকে (৪১) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১ ও র্যাব-৭ এর যৌন অভিযানে চট্টগ্রাম মহানগরীর পাহারতলীর অলংকার মোড় এলাকায় হতে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (৯ জুন) দুপুরে গাজীপুরের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানান। এর আগে গতকাল শনিবার (৮ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার কিবরিয়া নড়াইল জেলার কালিয়ার ধসহাটী এলাকার মৃত সায়েক উদ্দিন মোল্লা এর ছেলে। অন্যদিকে, নিহত গৃহবধূ রেহেনা গোপালগঞ্জ জেলার সদরের মৃত ইদ্রিস আলী মেয়ে।
সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, রিহানাকে নিয়ে প্রথম স্ত্রী সাথে ঝগড়া হয় কিবরিয়ার। সেই ঘটনার ভিডিও করে রিহানা। সেই ভিডিও ডিলিট করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওই সময় রিহানা তার ব্যাগ হতে একটি সিম বের করে তার প্রেমিকের সাথে কথা বলতে থাকে এবং তাকে বিয়ের করবে তাই তাকে শনিবার (৮ জুন) আসতে বলে। এইসব কথা শুনে কিবরিয়া বটি দিয়ে গলার বিভিন্ন স্থানে আঘাতে হত্যা করে ঘটনাস্থল হতে পলিয়ে যায়।
পরে এ ঘটনায় ভিকটিমের ভাই হারুন অর রশিদ ভূইয়া (৩৫) বাদী হয়ে গতকাল শনিবার (৮ জুন) শ্রীপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪) দায়ের করেন।
তিনি আরও বলেন, ঘটনা সংগফনিত হওয়ার বিষয়টি দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। পাশাপাশি এটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প অপরাধীকে গ্রেফতার করতে ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গতকাল শনিবার (৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-৭ এর যৌন অভিযানে চট্টগ্রাম মহানগরীর পাহারতলীর অলংকার মোড় এলাকায় হতে তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, পাঁচটি সীমকার্ড, একটি স্বর্ণের চেইন (চিকন), একটি স্বর্ণের কানের দুল, একটি মানিব্যাগ, নগদ ১১ হাজার ৬০০ টাকা, একটি চাবির ছড়া, একটি মোবাইলের চার্জার, একটি ডিবিবিএল ডেবিট কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি মোল্লা গোলাম কিবরিয়া তার স্ত্রী রিহানা খানমকে পারিবারিক কলহের জেরে বটি দিয়ে বিভিন্ন স্থানে আঘাতে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি। পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য আসামি কিবরিয়াকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লখ্য, শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামাল মার্কেটের একটি ওষুধের দোকান থেকে রিহানা খানম নামের এক গৃহবধূ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল গৃহবধূর স্বামী মোল্লা গোলাম কিবরিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।