স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য রুমানা আহমেদ গত প্রিমিয়ার লিগে খেলেছিলেন শেখ রাসেক ক্রীড়া চক্রের হয়ে। এক মৌসুমে রুমানার ৭ লাখ টাকার চুক্তি হয়েছিল ক্লাবটির সঙ্গে।
রুমানার অভিযোগ, তাকে পুরো টাকা দেওয়া হয়নি, উল্টো টাকার জন্য ফোন দেওয়ায় তাদের ম্যানেজার জাকির হোসেন গালি দিয়েছেন।
আজ রবিবার সন্ধ্যায় দেশের জনপ্রিয় একটি দৈনিক পত্রিকার অনলাইনকে মুঠোফোনে রুমানা আহমেদ বলেন, ‘আমি ফোন দেই ফোন ধরে না। পরে অপরিচিত নম্বর থেকে ফোন দিলে কেটে দেয়, কথা বলতে চায় না। আমি একটু টাকার কথা বলতে গেলেই তারা রাগারাগি শুরু করে, গালাগালি দিয়ে বসে। শুধু আমার না, আমার সাথে শায়লা ছিল, নাহিদা ছিল তাদেরও একই অবস্থা। শায়লা অর্ধেক পেয়েছে, বাকিটার জন্য তারাও ঘুরে ঘুরে ক্লান্ত।’
দীর্ঘদিন টাকার জন্য ঘুরাচ্ছে জানিয়ে রুমানা আরও বলেন, ‘এক বছরের বেশি হচ্ছে এই টাকার জন্য ঘুরাচ্ছে। একবারের জন্যও বলছে না দেব না কিন্তু দেখেন, গত বছর থেকে এই টাকার জন্য ঘুরতেছি তাদের পেছনে। আজ দিচ্ছি. কাল দিচ্ছি করে করে তারিখ পেছায়। দেখে এখন দেশের যে পরিস্থিতি করোনা সংকট চলছে, রোজা এসে গেছে এখন সবারই টাকা প্রয়োজন। এমন সময় তারা কিছু টাকা দিলেও কাজে আসত।’
টাকা চাওয়ায় গালাগালি করার বিষয়টি জানতে চাইলে মুঠোফোনে জাকির হোসেন জানান, তার সঙ্গেও খারাপ ব্যাবহার করা হয়েছে। আমাদের সময়কে তিনি বলেন, ‘ধরেন আপনি আমার টিম ম্যানেজার, আপনি কি আমাকে গালি দিয়ে বলতে পারেন, এই টাকা দেস না কেন? কথা নাই, বার্তা নাই হুট করেই আমাকে তুই করে বলে টাকা দেস না কেন? এই টাকা দেওয়ার দায়িত্ব আমার না। আমাকে কেন ফোন দেবে? আমার কর্মকর্তাদের ফোন দেবে। আমাকে মাঠে দায়িত্ব দেওয়া হয়েছে দল পরিচালনা করার জন্য। দল কীভাবে নামবে কীভাবে অনুশীলন করবে। টাকা দেওয়ার দায়িত্বতো আমার না।’
নতুন দল আর করোনার জন্য অবস্থা খারাপ হয়েছে জানিয়ে জাকির বলেন, ‘এগুলো তো আমরাও বুঝি। ছেলেরা অনেক টাকা আয় করতে পারে, মেয়েরা তো পারে না। আমরাও নতুন দল হিসেবে একটু খারাপ অবস্থায় পড়ে গিয়েছিলাম। করোনার এই অবস্থা না শুরু হলে আমরা অনেক আগেই টাকা দিয়ে দিতাম। আমার ক্লাবের অফিসিয়ালরা তো বলেনি যে, টাকা দেব না। তাদের সঙ্গে কথাও হয়েছিল প্রিমিয়ার লিগ শুরু আগেই আমরা টাকা দিয়ে দেব।’
এদিকে রুমানা অভিযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তিনি বলেন, ‘বাড়ি আসার আগে বিসিবিতে অভিযোগ করেছি। তারা ক্লাবকে চিঠি দিয়েছে যতটুকু জানি। কিন্তু হয়েছে কী, তারা আসলে প্রভাবশালী ক্লাব। কথায় কথায় হুমকি ধামকি দিয়ে বসে। এখন তো ফোনেই পাওয়া যায় না, বহু চেষ্টার পর ম্যানেজার ফোন ধরলেও সেই পুরোনো কথা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।