
জুমবাংলা ডেস্ক : সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বুধবার (২৪ জুন) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরেছেন বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী।
সূত্রে জানা গেছে, বুধবার মন্ত্রীর সর্বশেষ পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। সেখান থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন মন্ত্রী বীর বাহাদুর। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে তার বড় ছেলে রবিন বাহাদুর রয়েছেন।
ছেলে রবিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বাবার সুস্থতার বিষয় জানিয়ে লিখেন, আপনাদের সবাই দোয়া ,আশীর্বাদে বাবার করোনা রিপোর্ট আজকে নেগেটিভ এসেছে।
আমাদের বীর পরিবার সকল মানুষের কাছে কৃতজ্ঞ। কারণ এই অসময়ে অনুধাবন করেছি আপনাদের ভালোবাসা। বান্দরবান এবং বান্দরবানের বাইরে লক্ষ লক্ষ মানুষ মসজিদ/ মন্দির/ বিহার/ প্যাগোডায় যেভাবে প্রার্থনা করেছেন এবং সবসময় খবরাখবর নিয়ে সাহস যুগিয়েছেন তা সত্যিই ভাষায় প্রকাশ করার নয়। সবশেষে বলবো আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋণী। ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।
গত ৬ জুন করোনাভাইরাসে আক্রান্ত হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে পরদিন উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।