পাহাড়ে গাড়ি চালানোর ভিডিও বানাতে গিয়ে তরুণীর যে পরিণতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে একটি পাহাড় থেকে গাড়ি উল্টে গিয়ে ৩০০ ফুট নিচের খাদে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরের দিকে সুলিভঞ্জন পাহাড়ে এই ঘটনা ঘটে।

নিহত ওই তরুণীর নাম শ্বেতা দীপক সুরওয়াসে। তার গাড়ি দুর্ঘটনার ঘটনাটি তারই বন্ধুর ভিডিওতে ধারণ করেন। মূলত ওই তরুণ শ্বেতার গাড়ি চালানো শেখার ভিডিও তৈরি করছিলেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার ২৩ বছর বয়সী শ্বেতা তার ছেলে বন্ধুকে নিয়ে ঔরঙ্গাবাদ থেকে সুলিভঞ্জন পাহাড়ে যান। ভিডিওতে তাকে গাড়ির চালকের আসনে দেখা যায়। তখন তার বন্ধু সুরজ সঞ্জাউ মুলে ভিডিও ধারণ করছেন।

দুপুর ২টার দিকে শ্বেতা গাড়িতে উঠে বসেন এবং ধীরে ধীরে উল্টো যেতে শুরু করেন। গাড়িটি তখনও পাহাড়ের কিনারা থেকে ৫০ মিটার দূরে ছিল। তবে তিনি গাড়ি পেছানো অব্যাহত রাখলে হঠাৎ এর গতি বেড়ে যায়। তখন সুরজ তাকে গাড়ির গতি কমাতে বার বার সতর্ক করেন। এমনকি তিনি দৌড়ে গাড়িটি থামাতে পর্যন্ত যান। তবে শেষ রক্ষা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানানা, গাড়িটি ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে একটি খাদে পড়ে যায়। এতে শ্বেতার মৃত্যু হয়। ছবিতে খাদে পড়ে থাকা গাড়ির ধ্বংসাবশেষ দেখা গেছে।

শ্বেতা ও তার বন্ধু সুলিভঞ্জনের দত্তাত্রেয় মন্দির এলাকায় ঘুরতে গিয়েছিলেন। বর্ষাকালে চোখ জুড়ানো মনোরম দৃশ্য দেখতে সুলিবনহান পাহাড়ে পর্যটকদের ভিড় থাকে।

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১২জনের মৃত্যু, থাকতে পারে বাংলাদেশিও