Advertisement
বিনোদন ডেস্ক : একসঙ্গে টলিউড ও বলিউডে সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন, এই প্রজন্মের এমন কোনও এক অভিনেতার নাম যদি বলা হয়, তবে অবশ্যই প্রথমে উঠে আসবে ঋদ্ধি সেনের নাম। গত বুধবারই এসেছিল ভাল খবর। ‘নগরকীর্তন’ ছবির জন্য সার্ক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন ঋদ্ধি সেন।
তবে তার পরেরদিনই দুঃসংবাদ শোনালেন এই অভিনেতা। পায়ে গুরুতর চোট পেয়েছেন ঋদ্ধি। আর সেই কথাই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন যে, তাঁর হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে।
সেই কারণের জন্যই আগামী দেড়মাস তাঁর আরামের প্রয়োজন। চিকিৎসক তেমনটাই পরামর্শ দিয়েছেন। এ সময় তাঁর কেমন অবস্হা, তারও একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন ঋদ্ধি ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।