Views: 295

বিনোদন

পা পিছলে পড়ে গিয়ে রক্তাক্ত পূজা

বিনোদন ডেস্ক : পড়ে গিয়ে বেশ চোট পেয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। গতকাল (১১ আগস্ট) নিজ বাসার বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন ‌‘পোড়ামন-২’খ্যাত এ নায়িকা। এতে মাথা ও কপালে আঘাত পান। বিশেষ করে মাথায় কয়েক ইঞ্চি কেটে যায়। মধ্যরাত হওয়ায় বাসাতে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর থেকে ব্যথানাশক ও ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে তাকে।
তার মা ঝরনা রায় ।


তিনি বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাথরুম থেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে যায় সে। কিছুটা আঘাত কপালে লেগেছে। তবে মাথায় বেশ কেটে গেছে। এরপর প্রায় আড়াই ঘণ্টা লেগেছে তার রক্ত পড়া থামাতে। করোনাকাল ও মধ্যরাত হওয়ায় পূজাকে আর হাসপাতালে নিতে চাইনি। চিকিৎসকের সঙ্গে কথা বলে তার চিকিৎসা চলছে।’

সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। নাম ‘হৃদিতা’। এতে পূজার সহশিল্পী এবিএম সুমন। এবারই প্রথম তারা জুটি হয়ে অভিনয় করবেন।

আনিসুল হকের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করবেন ইস্পাহানী আরিফ জাহান।


আরও পড়ুন

কঙ্গনার ‘পর্নস্টার উর্মিলা’ মন্তব্যে সরব বলিউড

Shamim Reza

আমির-ঊর্মিলার ‘রঙ্গিলা’ নিয়ে অদ্ভুত তথ্য দিলেন তারকারা

Shamim Reza

পাকিস্তানের জন্য প্রাণ দিতে চেয়ে মুহূর্তে ভাইরাল মিয়া খলিফা

Shamim Reza

মাদক সেবন প্রসঙ্গে রাকুল যা বললেন

Shamim Reza

অভিশাপ দেবেন না মাহি

Shamim Reza

”আমার মা ছিলেন আমার শক্তির উৎস, আমার ভাই আমার গর্ব ছিল”

Shamim Reza