পিএসজি ছেড়ে যেতে নেইমারের বাড়ির সামনে সমর্থকদের বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ফরাসির ক্লাবটিতে দুই বছরের বেশি থাকা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের। চলতি মৌসুম শেষ হতেই পিএসজি ছাড়বেন মেসি, এমনটিই জানিয়েছেন দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো। অনুমতি না নিয়ে পরিবার নিয়ে সৌদি আরব সফর করায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। এরপর থেকেই মেসি বিরোধী স্লোগান দিচ্ছে পিএসজির অফিশিয়াল সমর্থক গোষ্ঠী ‘আল্ট্রা’। এবার তারা নেইমারের বাড়ির সামনেও বিক্ষোভ করল।।

ব্রাজিলিয়ান তারকা নেইমার ও আর্জেন্টাইন তারকা মেসিকে পিএসজি ছাড়তে বলেছেন পিএসজির সমর্থক গোষ্ঠীর একাংশ। পিএসজির সমর্থক গোষ্ঠী ‘আল্ট্রা’র পক্ষ থেকে বিক্ষোভও করা হয় ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে। তাদের হাতে ছিল ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করা ব্যানার।

একটি ভিডিওতে দেখা যায়, পিএসজির সমর্থকেরা মেসি ও নেইমারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা ক্ষোভ প্রকাশ করেন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির প্রতিও। পিএসজির প্রধান কার্যালয়ের সামনে থেকে তারা অবস্থান করেন নেইমারের বাড়ির সামনে। সেখানে ‘নেইমার চলে যাও’ স্লোগান দেন তারা। বাড়ির সামনে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করেছেন নেইমার নিজেই। ‘আই ওয়াজ ক্লিয়ার’ নামে ইনস্টাগ্রামের এক পেজ থেকে বিক্ষোভের ভিডিও প্রকাশ করা হয়। যেখানে নেইমার দুটি মন্তব্য করেন। প্রথমটিতে লেখেন, ‘তারা বাড়িতে গিয়েছিল’। দ্বিতীয় বার্তায় লেখেন, ‘তারা এই মাত্র চলে গেছে।’

সমর্থকদের এমন কাণ্ড অবশ্য ভালোভাবে নেয়নি ফরাসি ক্লাবটি। এক বিবৃতিতে সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়ে পিএসজি বলেছে, ‘একটি ছোট গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায় পিএসজি। মতপার্থক্য যাই থাক না কেন, কিছুই এ ধরনের কাজকে সমর্থন করতে পারে না। এই লজ্জাজনক আচরণের ঘটনায় ক্লাব তার খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের পূর্ণ সমর্থন দিচ্ছে।’

মেসিকে টপকে উপার্জনে সবাইকে ছাড়িয়ে রোনালদো