নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে চলন্ত পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বদনীভাঙা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিমলাপাড়া গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ (৪০) ও জাকির হোসেন (৪৫)। হারুন মো. আহমদ আলীর ছেলে এবং জাকির মো. বারেকের সন্তান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কালিয়াকৈরের ফুলবাড়িয়ার সাপ্তাহিক হাটে যাওয়ার উদ্দেশ্যে সকালে এক মোটরসাইকেলে করে রওনা দেন হারুন ও জাকির। বদনীভাঙা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে জাকির হোসেনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ঘাতক পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।