জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের ঘটনা বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। তবে, দলীয়ভাবে কারো বিচ্যুতি থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, পিরোজপুরের ঘটনায় উচ্চ আদালতেরও রুলিং আছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি।
এদিকে, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষ্যে বিএনপি মুজিববর্ষ উদযাপনে বাধাগ্রস্থ করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এ নিয়ে আইন শৃঙ্খলা অবনতির কোনো সুযোগ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


