জুমবাংলা ডেস্ক : রাজশাহী মহানগরীতে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে বিদেশি পিস্তলসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল থেকে নগরী ও গোদাগাড়ীতে থেকে তাদের গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নগরের রাজপাড়া থানার দামপুকর এলাকার মাহাতাব আলীর ছেলে সেলিম মুর্শেদ শাফিন (৪০), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে রানা হোসেন (৩২) ও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের ছেলে পিটার হোসেন (২৮)। এদের মধ্যে সেলিম মুর্শেদের বাবা মাহাতাব আলী নগরের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি রুমের ভেতরে দুইজন ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছে এবং পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নজরে আসে। পরে তার নির্দেশনায় একটি টিম ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে দুই যুবককে শনাক্ত করা হয়।
ওসি বলেন, প্রথমে অভিযান চালিয়ে নগরীর সাগরপাড়া এলাকা থেকে সেলিম মুর্শেদ শাফিনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার সেলিম ভাইরাল হওয়া ভিডিও সংক্রান্তে জানায়, ভিডিওটি নিলয় (২২) গোপনে ধারণ করে ফেসবুকে প্রচার করেছে।
ওসি নিবারন আরও বলেন, সেলিমের দেয়া তথ্যমতে সন্ধ্যায় বর্ণালীর মোড় হতে রানা হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে তাকা ম্যাগজিনসহ ভাইরাল হওয়া বিদেশি পিস্তুল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, সেলিম ও রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। এর পর তাদের দেয়া তথ্যে রাত সাড়ে ৮টার পর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড়ে অভিযান চালিয়ে পিটার হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পিস্তলটি সংগ্রহ করে নিলয় ও শাফিন। পলাতক নিলয়কে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.