পুঁজিবাজার ডেস্ক : বাজারের প্রকৃত বিনিয়োগকারী কমে যাচ্ছে। বাজার স্থিতিশীল অবস্থানে রাখা যাদের দায়িত্ব, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ না করে ট্রেডিং বিনিয়োগে ঝুঁকছেন। এখানেই বড় সমস্যা। তাহলে কীভাবে বাজার গতিশীল হবে? কয়েক বছর ধরে বাজারে তারল্য ও আস্থার সংকট চলছে। এখন ভালো কোম্পানিতে বিনিয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। সম্প্রতি এনটিভির মার্কেট ওয়াচ অনুষ্ঠানে বিষয়টি আলোচিত হয়। খুজিস্তা নূর-ই-নাহারীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রকিবুর রহমান এবং ফিনিক্স সিকিউরিটিজ লিমিডেটের ডিরেক্টর ও সাবেক এমডি এ কাদির চৌধুরী।
রকিবুর রহমান বলেন, আসলে এখনও প্রত্যাশিত বাজার লক্ষ্য করা যাচ্ছে না। স্বল্প মূলধনিসহ ভালো কোম্পানির শেয়ারের দর কমে যাচ্ছে। আমরা বলি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে কিন্তু সেটিও দেখা যাচ্ছে না। বাজারের প্রকৃত বিনিয়োগকারী কমে যাচ্ছে। বাজারকে স্থিতিশীল অবস্থানে রাখা যাদের দায়িত্ব বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ না করে ট্রেডিং বিনিয়োগে ঝুঁকছেন। এখানেই বড় সমস্যা।
তাহলে কীভাবে বাজার গতিশীল হবে? কয়েক বছর ধরে বাজারে তারল্য ও আস্থার সংকট চলছে। এখন ভালো কোম্পানিতে বিনিয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। যদি ভালোমানের মিউচুয়াল ফান্ড, বন্ডসহ আরও বিভিন্ন ধরনের পণ্য থাকত, তাহলে যখন শেয়ারের দর কমে গেলে ওইসব পণ্যে বিনিয়োগ করে বাজার স্থিতিশীল রাখা যেত। যেটা বিশ্বের অন্যান্য পুঁজিবাজারে রয়েছে। এ বাজার তো ৪০০ কোটি টাকা টার্নওভারের নয়। ন্যূনতম টার্নওভার হওয়া উচিত হাজার কোটি টাকা। এ পর্যন্ত বাজার সংক্রান্ত অনেক নিয়মনীতি করা হয়েছে। কিন্তু এগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। যদি নিয়মনীতিগুলো বাস্তবায়ন হতো, তাহলে বাজারের বিভিন্ন ধরনের অনিয়ম ও অসামঞ্জস্যতা দূর হতো। প্লেসমেন্ট শেয়ার বাণিজ্য এবং সাধারণ বিনিয়োগকারীর জন্য এক আইন ও স্পন্সরসহ বড় বিনিয়োগকারীর জন্য আরেক আইন প্রভৃতি কারণে যেসব বিনিয়োগকারী চলে গেছেন, তারা আবার ফিরে আসতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।