জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে ডুবে ৪ শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে পৃথক পৃথকভাবে এ দুটি ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আশুগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিয়া (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা ওই গ্রামের চৌধুরীপাড়া এলাকার ছাদির মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত বলেন, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে সাদিয়া ও সামিয়া। গোসল করে অন্য শিশুরা পুকুর থেকে উঠলেও তারা দুই বোন ওঠেনি। তারা দুজনই পানিতে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বিকেলে তাদের মরদেহ ভেসে ওঠে।
একই দিনে লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলার কমলনগর উপজেলায় একই সঙ্গে পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (৭) ও সাইমুন আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের মধ্য চরফলকন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ইয়াসমিন মধ্য চরফলকন গ্রামের মাঝি বাড়ির আবুল কালামের মেয়ে ও সাইমুন একই এলাকার সিরাজ মাঝির বাড়ি আবুল কালামের মেয়ে।
জানা গেছে, ইয়াসমিন ও সাইমুনের বাড়ি পাশাপাশি। সমবয়সী হওয়ায় প্রতিদিনই তারা একসঙ্গে খেলাধুলা করতো। ঘটনার সময় খেলতে গিয়ে অসাবধানতায় তারা পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে।
চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের কারণে সবদিকে আতঙ্ক বিরাজ করছে। এরমধ্যে শিশু দুটির মৃত্যুতে এলাকা নিস্তব্দ হয়ে পড়েছে। তাদের বাড়িতে কান্নার রোল চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



